হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দু’জন আটক

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে একদল সন্ত্রাসী  হামলা চালায়; এতে গাড়ির গ্লাস ভেঙে গিয়ে তার হাত রক্তাক্ত হয়
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালায়; এতে গাড়ির গ্লাস ভেঙে গিয়ে তার হাত রক্তাক্ত হয় | ছবি: এখন টিভি
0

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দু’জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল রোববার (৪ মে) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. রবিউল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের নির্দেশ দেন। সেই অনুযায়ী তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।







এনএইচ