আগুন আতঙ্কে কক্সবাজারগামী ট্রেন থেকে দম্পতির লাফ, শিশুর মৃত্যু

কক্সবাজারগামী ট্রেন থেকে লাফ দিয়ে মৃত্যু
কক্সবাজারগামী ট্রেন থেকে লাফ দিয়ে মৃত্যু | Ekhon TV
0

কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে আগুন ছড়িয়ে পড়ার গুজবে লাফ দিয়েছেন এক দম্পতি। এ সময় তারা গুরুতর আহত হন। তাদের কোলে থাকা ৮ মাস বয়সের হামদান নামে এক শিশু মারা গেছে।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের লোহাগাড়া রশিদার পাড়া গ্রামে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী লিজা আক্তার।

লোহাগাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসের একটি বগিতে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।

এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় ওই দম্পতি আরেকটি বগিতে ছিলেন। আতঙ্কে তারা বাইরে লাফ দিলে দুজনই পাশের জঙ্গলে পড়ে যান।

তাদের কোলে থাকা শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে লোহাগাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা।

এসএইচ