নির্বাচনের রোডম্যাপ জানতে ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

নির্বাচনের রোডম্যাপ জানতে ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি | এখন টিভি
0

দ্রুত নির্বাচনী রোডম্যাপের জন্য আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপে আজ (বুধবার, ৯ এপ্রিল) এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরতে চায় বিএনপি। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা।

আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। অন্যদিকে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য ও বিবৃতিতে ডিসেম্বরে নির্বাচন আয়োজন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এবার ডিসেম্বরে নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার কাছে দেখা করতে সময় চেয়েছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের আগে আগামী নির্বাচনের জন্য একটা রোডম্যাপ অবশ্যই চাইবো, যেন উনি পরিষ্কারভাবে জাতির সামনে সেটা উপস্থাপন করেন। রাজনীতিতে যেন একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যেন গতিশীলতা আসে সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়।'

তিনি বলেন, 'এর আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি। তারা জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে তারা তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা এর আগেও আমাদের জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার জন্য ওনারা সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন।'

এদিন সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। মূলত ত্বত্তাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে যে সংবিধান, সেটি বহালের কথা বলেছে দলটি। তবে ধর্ম নিরপেক্ষতা বাতিল নিয়ে কোন প্রস্তাবনা দেয়নি তারা।

সালাহউদ্দিন বলেন, ‘একটা প্রস্তাব দেয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করা হোক। বিভ্রান্তিটা সেখানেই, আমরা বলেছি এটার সাথে আমরা একমত নই। কিন্তু আমরা চাই, পঞ্চম সংশোধনীতে যেটা গৃহিত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা সেটা বহাল করা হোক।’

সেই সাথে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশকৃত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের বিরোধিতাও করেছে বিএনপি। বিশেষ করে এনসিসির সিদ্ধান্তক্রমে জরুরি অবস্থা ঘোষণার পক্ষেও নয় দলটি।

সালাহউদ্দিন আরো বলেন, ‘ন্যাশনাল কন্সটিটিউশনাল কাউন্সিল ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা এবং গুরুত্বপূর্ণ পদাবলীতে পদায়ন করা হয় তাহলে এক্সেকিউটিভ এবং আইনসভার কোনো গুরুত্ব থাকবে না।’

বিএনপি এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, ‘সংবিধান সংস্কার নিয়ে বিএনপির দলীয় অবস্থানের ভুল ব্যাখ্যা দিচ্ছেন অনেকেই।’

এসএইচ