গাজায় গণহত্যা বন্ধে শিবিরের বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধে শিবিরের বিক্ষোভ | এখন টিভি
0

গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা। একই সময়ে ফিলিস্তিনের ৭০ ফুট পতাকা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মার্চ করেছে আজাদ ফিলিস্তিন নামের একটি সংগঠন।

গাজায় গণহত্যা বন্ধে রাজপথে ছাত্রশিবির। মিছিলে মুখর সেই চেনা স্লোগান 'ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন'। যা ধ্বনিত হচ্ছে পৃথিবীর সকল প্রান্তে।

পূর্বঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ৩টায় শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয় শাহবাগ থেকে। শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগ দেয় ঢাকার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা। এই মিছিল মৎস্যভবন, প্রেসক্লাব প্রদক্ষিণ করে বায়তুল মোকাররমে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক সায়েম।

তিনি বলেন, 'মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।'

এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা।

গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে বুধবার (৯ এপ্রিল) সারাদেশের ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উড্ডয়ন কর্মসূচি ও বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিদেশি দূতাবাসগুলোতে স্মারকলিপি পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এদিকে ৭০ ফুট ফিলিস্তিনি পতাকা নিয়ে রাজু ভাস্কর্য থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মার্চ করেছে আজাদ ফিলিস্তিন একটি সংগঠন।

এসএস