৬ দফা দাবিতে বেবিচক কর্মচারীদের বিক্ষোভ

৬ দফা দাবিতে বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
৬ দফা দাবিতে বেবিচক কর্মচারীদের বিক্ষোভ | এখন
0

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সকল কার্যক্রম বন্ধসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করছে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা।

সিভিল এভিয়েশন সদর দপ্তরের সামনে আজ (সোমবার, ১৭ মার্চ) সাড়ে ১০টায় মানববন্ধন করেন তারা। পরে মানববন্ধনকারীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূইয়া আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনে আসার অনুরোধ জানান।

এসময় এক পাশের সড়কে যানচলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে সড়ক ছেড়ে সিভিল এভিয়েশনে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগকে অকার্যকর করার সকল ষড়যন্ত্র বন্ধ করা হচ্ছে।

এরপর বিক্ষোভকারীদের সাথে কোন বৈষম্য করা হবে না প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান, এ সময় বিক্ষোভকারীদের মধ্যে ১০ সদস্যের এক প্রতিনিধিদল গঠনের আহ্বান জানান তিনি।

সেজু