অভ্যন্তরীণ বিমান ও কার্গো চলাচল শুরু হলে সমৃদ্ধ হবে বগুড়ার কৃষি ও অর্থনীতি
বগুড়ায় সম্ভাবনার দুয়ার খুলেছে বেসামরিক বিমান চলাচলে। টাকার জোগান থাকলে এক থেকে দেড় বছরের মধ্যে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করবে- বিমান বাহিনী প্রধানের এমন আশ্বাসের খবরে খুশি বগুড়াবাসী। অভ্যন্তরীণ বিমানের সাথে কার্গো বিমান ওঠানামা করলে বগুড়ার কৃষিশিল্প সমৃদ্ধ হবে এমনটি মনে করছেন উন্নয়ন অংশীদারিরা।