‘গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম–যুদ্ধ চালাচ্ছে’

0

গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম–যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল (সোমবার, ১০ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে মাহফুজ আলম এই মন্তব্য করেন।

মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, রোববার (৯ মার্চ) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন-সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল।

ছাত্র-যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থাসহ তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়ও আলোচনায় উত্থাপিত হয় বলে উল্লেখ করেন মাহফুজ আলম।

তিনি লিখেছেন, ‘শিগগিরই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' দেখাবে। গণঅভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যুদ্ধ লড়ছে।’

এ সরকারের আমলে এ দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিনদেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে বলে লিখেছেন এ উপদেষ্টা। কিন্তু নির্বাচন যথাসময়েই হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এ দেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে বলে জানিয়েছেন মাহফুজ আলম।

এসএস