১২ ইউনিটের চেষ্টায় আমিন বাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

১২ ইউনিটের চেষ্টায় আমিন বাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে | এখন টিভি
0

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ২ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় সাভারের আমিন বাজার এলাকায় পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সকাল সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সবশেষ ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি।

এসএস