আল আমিন মিয়া। রমজান মাস উপলক্ষে দোকানে তুলেছিলেন ২ টন খেজুর। আগুনে এখন সব শেষ। উদ্ধার করতে পারেননি ক্যাশ বক্সে রাখা দলিল আর নগদ টাকাটুকুও।
এমন অবস্থা রাজধানীর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন কাঁচা বাজারের প্রায় দেড় শতাধিক ব্যবসায়ীর। এখানে ছিল চিড়া-মুড়ি, ফল, মাছ- মুরগী ও কাঁচামালের দোকান। বৃহস্পতিবার দিবাগত রাতের আগুনে এখন সর্বস্বান্ত সবাই।
রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পল্লবী, মোহাম্মদপুর ও মিরপুর-১০ ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় প্রায় সব দোকান।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।