আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকায় ৫, সারাদেশে ১০টি র‌্যাবের টিম সক্রিয়

0

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে ঢাকায় র‍্যাবের পাঁচটি এবং সারাদেশে ১০টি টিম সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

গতকাল (শনিবার, ২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মাতুয়াইলে র‌্যাবের চেকপোস্ট পরিদর্শক শেষে তিনি এ কথা জানান।

শহিদুর রহমান জানান, কোনো ছিনতাইকারী যেনো সহজে জামিন না পায়। সেজন্য সরকার পক্ষের আইনজীবীদের সঠিক বিচার কাজ পরিচালনার অনুরোধ জানান তিনি।

এসময় নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান র‌্যাব মহাপরিচালক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আসন্ন রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসএস