ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত |
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯৬টি আসনের বিপরীতে প্রতি আসনে ৭৭ জন শিক্ষার্থী লড়ছেন।

ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার বিজ্ঞান ইউনিটে ১ লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষার মোট সময় ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা এমসিকিউ এবং লিখিত হয়।

ভর্তি পরীক্ষার মোট নম্বর ছিল ১০০। তন্মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ছিল ৪৫ মিনিট।

সেজু