রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারাদেশে অতিরিক্ত ৯ হাজার টন পণ্য সরবরাহ করবে টিসিবি। আর এই সুবিধা পাবে ১২ লাখ পরিবার। খুলনায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই শিববাড়ি মোড়ে বাজার মূল্যের থেকে কম দামে পণ্য পেতে ভিড় করেন শত শত মানুষ।
৫৮৭ টাকার প্যাকেজে মিলছে ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, আধা কেজি খেজুর, ২ লিটার সয়বিন তেল ও ২ কেজি মসুরির ডাল।
বাজারের চেয়ে কম দামে প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি তারা। এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দেশকে অর্থনৈতিক ভাবে এমনভাবে সমৃদ্ধ করতে হবে যাতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা না লাগে।’
নগরীতে ২০ ফেব্রুয়ারি থেকে একমাস নিয়মিত ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হবে।