স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইনকিলাব মঞ্চের

0

জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের ৪ দফা দাবিতে আজ সচিবালয় ঘেরাও কর্মসূচিতে এসেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে পুলিশের কাছে চুড়ি হস্তান্তর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) বিকালে রাজু ভাস্কর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হোন সচিবালয়ের দিকে। পরে শিক্ষাভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ, এতে করে শিক্ষা ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, সকল পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

এছাড়াও চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র-জনতার উপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।

তারা বলেন, ‘যেসকল আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদদ দিচ্ছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।’

এ সময় পুলিশ জানায়, শিক্ষাভবনের সড়কে অবস্থান নেওয়াতে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে, পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন পুলিশ, এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

এএম