চিকিৎসা, পুনর্বাসন ও স্বীকৃতির দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে প্রতিবাদ

0

চিকিৎসা, পুনর্বাসন ও স্বীকৃতির দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিটোর ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। 

একপর্যায়ে বৈষম্যবিরোধী আন্দোলনের চিকিৎসাধীন শতাধিক আহত রাস্তায় নেমে দু'পাশের রাস্তা আটকে দেন। 

এসময় আহতরা সরকারের ওপর অনাস্থা প্রকাশ করে বলেন, আন্দোলনের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো তারা যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন পাচ্ছেন না। 

দায়িত্বপ্রাপ্ত সংস্থা জুলাই ফাউন্ডেশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলেও অভিযোগ করেন তারা। 

এসময় জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্বীকৃতির দাবি জানান তারা। তাদের দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

ইএ