একদিনে ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, ভর্তি ২৪১

ডেঙ্গুতে একদিনে রেকর্ড শনাক্ত, আরো ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে রেকর্ড শনাক্ত, আরো ৮ জনের মৃত্যু |
0

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। নিহত ৪ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৫। এছাড়াও একই সময়ে সারাদেশে নতুন করে ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ১৮৮ জন।

আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা উত্তরে ৪১ জন, সিটি করপোরেশনের বাইরে ৬১ জন, বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ৪৪ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ৮ জন, রংপুরে ১ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সব বিভাগে আক্রান্তের ঘটনা সিটি করপোরেশনের বাইরে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের মধ্যে নারীর হার ৩৫ দশমিক ৮ এবং পুরুষ আক্রান্তের হার ৬৪ দশমিক ২ শতাংশ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ২৯৫জন ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৯৫ হাজার ৮৬১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

এএইচ