চিন্ময় দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ

0

বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নামঞ্জুর করে দেয়ার বিষয়টি আমরা বেশ উদ্বেগের সঙ্গে দেখছি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর উগ্রবাদীদের একাধিক হামলার পর এই ঘটনা ঘটলো। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ; একই সঙ্গে মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এটা দুর্ভাগ্যজনক যে যখন হামলার সঙ্গে জড়িতদের বড় অংশই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়া আমরা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, ‘আমরা বাংলাদেশ সরকারকে সকল হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গ গতকাল (সোমবার) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) সকালে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এএইচ

শিরোনাম
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেলসেতুর; যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে
১৪ হাজার ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব; ১ ট্রিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক চুক্তির আশা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের
অসঙ্গত আচরণের অভিযোগে পাকিস্তান থেকে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার
ইরাকে কারাগারে কয়েদির চাপ কমাতে নতুন সাধারণ ক্ষমা আইনে সাবেক আইএস সদস্যসহ ১৯ হাজার বন্দির মুক্তি
গাজা উপত্যকার দু'টি হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত
লা লিগা: আলাভেস–ভ্যালেন্সিয়া (রাত ১১টা), রিয়াল মাদ্রিদ–মায়োর্কা (রাত ১টা ৩০)
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেলসেতুর; যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে
১৪ হাজার ২০০ কোটি ডলারের অস্ত্রচুক্তিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব; ১ ট্রিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক চুক্তির আশা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের
অসঙ্গত আচরণের অভিযোগে পাকিস্তান থেকে ভারতীয় কূটনীতিককে বহিষ্কার
ইরাকে কারাগারে কয়েদির চাপ কমাতে নতুন সাধারণ ক্ষমা আইনে সাবেক আইএস সদস্যসহ ১৯ হাজার বন্দির মুক্তি
গাজা উপত্যকার দু'টি হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ২৮ ফিলিস্তিনি নিহত
লা লিগা: আলাভেস–ভ্যালেন্সিয়া (রাত ১১টা), রিয়াল মাদ্রিদ–মায়োর্কা (রাত ১টা ৩০)