টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

0

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতিতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ (শুক্রবার, ৪ অক্টোবর) ভোর রাতে মহাসড়কের কালিহাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায়, জামালপুরগামী একটি বাস কালিহাতী লিংক রোড এলাকা অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা ফার্নিচার ভর্তির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই চার জন নিহত হয়। অন্তত হয় ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় তারা।

এসএস