আগামী ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। বাংলাদেশ-ভারত উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
মাকসুদ খান বলেন, 'ভারত ও বাংলাদেশের ব্যববসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'





