আজ (মঙ্গলবার, ৩০ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অখিম ট্রোস্ট্রার। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের একথা জানান।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেয়া হবে বলে রাষ্ট্রদূতকে জানান প্রধানমন্ত্রী। বৈঠকে জার্মানির ভিসা প্রক্রিয়াতে ধীর গতির ব্যাপারে প্রধানমন্ত্রীর নিকট দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রদূত অখিম।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের জন্য সরকারি শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে শোক ও সমবেদনাও জানান জার্মান রাষ্ট্রদূত।





