নৌবাহিনী প্রধানের সাথে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

0

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি আজ (সোমবার, ২৪ জুন) নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিমান বাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে নৌবাহিনীর চৌকস কন্টিনজেন্ট বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এর পর বিমান বাহিনী প্রধান একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য যে, গত ১১ জুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন।—আইএসপিআর

এসএস