বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, 'এই ৭ মার্চের ভাষণের প্রতিটি লাইনই মুক্তিযুদ্ধের ৯ মাস সাহস যুগিয়েছে। একটা যুদ্ধের পূর্ণাঙ্গ রুপরেখা করে দেয়। ৭ মার্চের ভাষণ এখন আন্তর্জাতিক দলিল। অথচ সেই ভাষণ নিষিদ্ধ করেছিল। পৃথিবীতে আর কোনো ভাষণ এমন অনুপ্রেরণা দিতে পারেনি। পৃথিবীতে স্বাধীনতার জন্য যতো সামরিক বেসামরিক ভাষণ আছে ৭ মার্চের ভাষণ সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ।'
তিনি বলেন, 'বঙ্গবন্ধু সবসময় একটা লক্ষ্য রেখে এগিয়ে গেছেন। সেটা হলো জনগণকে স্বাধীনতার জন্য উজ্জীবিত করা। বারবার বাংলার মানুষের বঞ্চনার কথা বলে গেছেন। এমনকি স্বশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন করার চিন্তা বঙ্গবন্ধু করেছিলেন।'





