শুক্রবার (১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বেইলি রোডের রেস্টুরেন্টের আগুন লাগা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'কোনোভাবেই বিল্ডিং কোড না মানা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা ফায়ার এক্সিট না থাকার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।'
শেখ হাসিনা বলেন, 'বেইলি রোডে যে ভবনে আগুন লেগেছে সেখানে কোনো ফায়ার এক্সিট নেই। আমি সাধারণত আমাদের প্রকৌশলীদের ঘরবাড়ি তৈরি করার সময় খোলা বারান্দা, ফায়ার এক্সিট রাখার জন্য বলে থাকি। প্রকৌশলীরাও ঠিকভাবে ডিজাইন করবে না, আবার মালিকরাও এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না।'
নিহতদের জন্য শোক প্রকাশ করে তিনি বলেন, '৪৫ জন মারা গেছে এর থেকে কষ্টের আর কী হতে পারে! অথচ বারবার আমরা নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য নির্দেশ দিয়ে যাচ্ছি। তা কেউ মানে না।'
ভবন মালিকের বীমা করার বিষয়ে সরকারপ্রধান বলেন, 'আমি জানি এ ভবনের কোনো বীমা করা নেই। সেজন্য বিনিময়ে তারা কিছু পাবেও না। এসব ক্ষেত্রে সচেতনতা থাকা খুব বেশি প্রয়োজন।'





