অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হবে: প্রতিমন্ত্রী

0

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দাফনসহ পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

এছাড়া আহতদের চিকিৎসা খরচও দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। যারা দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিভাতে কাজ করে।

আগুন লাগার পর তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

এ ঘটনায় নারী ও শিশুসহ ৪৫ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এসএস