এছাড়া আহতদের চিকিৎসা খরচও দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। যারা দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত শেষে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিভাতে কাজ করে।
আগুন লাগার পর তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ ঘটনায় নারী ও শিশুসহ ৪৫ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।





