আমার সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়াবো: বাহাউদ্দিন নাছিম

0

বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানের খবর জানতে গিয়ে অবস্থা আশঙ্কজনক দেখে সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন, 'আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি সবার পাশে দাঁড়াব।'

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-৮ আসন) আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

উদ্ধার তৎপরতা দেখতে ছুটে আসেন তিনি। বলেন, 'দগ্ধরা যেন চিকিৎসা পায় সেজন্য সবধরনের ব্যবস্থা আমরা নিব। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে, আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদের পাশে দাঁড়ানো হবে।'

এছাড়া তিনি আরও বলেন, 'এই এলাকার সংসদ সদস্য হিসেবে ব্যক্তিগতভাবেও যার যতটুকু প্রয়োজন, আমার সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়াবো।'

আগুনের ঘটনায় নারী ও শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এই আগুন। ক্ষতিগ্রস্ত ভবনে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি চলতে থাকে ফায়ার সার্ভিসের।

ভয়াবহ এ দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।

এসএস