বগুড়ার বাজারে চালের দাম বেড়েছে

0

ধান-চালের মজুত ঠেকাতে মনিটরিং

বেশ কিছুদিন আগে আমন মৌসুমের ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। প্রান্তিক কৃষকের হাতে তেমন ধান নেই। তাই বেশি দামে ধান কেনাবেচা হচ্ছে হাট-বাজারে। বেশি দামে ধান কিনে আগের দরে চাল বিক্রি করলে লোকসান গুণতে হবে মিল মালিকদের। তাই বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে তাদের।

সপ্তাহ ব্যবধানে বগুড়ায় চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বাড়ায় বাড়তি দামে চাল বিক্রি করতে হচ্ছে।

মিল মালিকরা বলেন, 'হঠাৎ করে ধানের দাম বাড়ার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। যে কারণে চাল দিতে আমরা হিমশিম খাচ্ছি, কৃষকরাও ধান কম দিচ্ছে। এসব কারণেই বাজার একটু চড়া।'

অন্যান্য পণ্যের সঙ্গে চালের দাম বৃদ্ধিতে অসহায়ত্বের কথা জানান স্বল্প আয়ের মানুষ। তারা বলেন, 'চালের দাম বাড়লে আমরা ক্রয়ক্ষমতার বাইরে চলে যাই। চাল-ডাল ঠিকমতো কিনতে না পারলে সংসারে অনেক কষ্ট হয়।'

চাল বিক্রেতারা বলেন, 'চালের দাম প্রতি কেজিতে ৭-৮ টাকা বৃদ্ধিতে খরিদ্দারদের সঙ্গে কথা বলতে আমাদের জীবন শেষ। খুচরা বাজারে দামের প্রভাব পড়ছে।'

চালের দাম বাড়ার কথা স্বীকার করে খাদ্য বিভাগ বলছে, জেলায় ধান-চালের মজুত স্বাভাবিক রয়েছে। আবহাওয়া নাকি অন্য কোন কারণে চালের দাম বেড়েছে তার জন্য মনিটরিং জোরদার করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন, 'এটা আবহাওয়াজনিত কারণে হতে পারে। আমাদের মনিটরিং ব্যবস্থা অব্যাহত আছে। ব্যবসায়ীদের সরকারি নিয়মের বাইরে মজুদ করার কোন সুযোগ নেই।'