টিসিবির পণ্য কিনতে ভোগান্তি, বাড়ছে ক্রেতা

0

ঊর্ধ্বমুখী বাজারের উত্তাপ এড়িয়ে কিছুটা স্বস্তির আশায় টিসিবি'র পণ্য নিতে আসলেও ভোগান্তির শেষ নেই।

রাজধানীর আজিমপুরে দেখা যায়, টিসিবি'র ট্রাকের পিছনে মানুষের দীর্ঘ সারি। বাজারের উত্তাপ এড়িয়ে সূলভমূল্যে পণ্য কিনতে তাদের এ দীর্ঘ অপেক্ষা।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘতর হয় টিসিবির পণ্যের ক্রেতার এ সারি। ভোগান্তি যাদের নিত্যসঙ্গী। এ সারিতে শুধু নিম্নবিত্ত নয়, যুক্ত হয়েছে মধ্যবিত্তও। তবে লাইন ভঙ্গের পাশাপাশি টোকেন সংগ্রহ নিয়ে কারসাজির অভিযোগ রয়েছে ক্রেতাদের। টিসিবি থেকে টোকেন দেয়া বাধ্যতামূলক করা হলেও আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) অধিকাংশ জায়গায় ছিল না টোকেন ব্যবস্থা।

ক্রেতারা অভিযোগ করেন, 'টোকেন না থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে অনেক মানুষই আসার সঙ্গে সঙ্গেই দেখি পণ্য নিয়ে চলে যাচ্ছে। এভাবে হলে লাইনে দাঁড়িয়ে থেকেই বা কি লাভ?'

টোকেন ব্যবস্থা না থাকায় একই ব্যক্তি একাধিকবার পণ্য সংগ্রহ করছেন বলে অভিযোগ রয়েছে ভোক্তাদের। আর বিক্রেতারা বলছেন, শৃঙ্খলা মেনে পণ্য সরবরাহ করলে টোকেন প্রয়োজন হয় না।

তারা বলেন, ‘আমরা আসলে মানুষের দুর্ভোগ লাঘবের জন্যই টোকেন ব্যবস্থা চালু করেছি, যাতে মানুষ লাইনে দাঁড়িয়ে সহজে পণ্য নিতে পারেন।’

টোকেন ব্যবস্থা না থাকায় একই ভোক্তা যেমন ঘুরেফিরে বারবার পণ্য নিচ্ছেন তেমনি খালি হাতে ফিরতে হচ্ছে অনেকের।

ট্রাক সেলের মাধ্যমে সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা ও আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি করে পণ্য সংগ্রহ করতে পারবেন। টিসিবি'র ট্রাকসেল কার্যক্রম এর মাধ্যমে ঢাকায় ৩০টি স্থানে ৩০০ জন করে ৯ হাজার মানুষ পাচ্ছে এসব পণ্য। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত যা চলমান থাকবে বলে জানিয়েছে টিসিবি।

আরও পড়ুন: