সবেমাত্র বিদায় নিয়েছে শীত। তাতেই চোখ রাঙাচ্ছে গ্রীষ্মের ঝকঝকে আকাশের তপ্ত রোদ। উষ্ম রাজশাহীর আসন্ন ঈদে তাই প্রয়োজন একটু স্বস্তি। তাই আগেভাগেই ক্রেতারা ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে ছুটছেন।
ক্রেতার প্রয়োজন ও আগ্রহের এ বাজারে এগিয়ে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। গেলবারের মতো এবারও ঈদ অফারে কোম্পানিটি দিচ্ছে ননস্টপ মিলিয়নিয়ার অফার। তাতে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসিসহ নানা পণ্য কিনলে ভাগ্য খুলতে পারে গ্রাহকদের। তাই গ্রামের হাটে অফারের খবর শুনে সিলিং ফ্যান কিনতে এসেছেন রাজশাহী বানেশ্বর গ্রামের যুবক রিপন আলী। রোজা আর গরমে ঘরের কাজ সহজ করতে অনেকেই কিনেছেন জুস মেকারও।
রিপন আলী বলেন, ‘বাজারে মিলিয়নিয়ার হওয়ার মাইকিং হচ্ছে সেটা শুনে একটা ফ্যান কিনতে আসছি।’ আরেকজন বলেন, ‘তারা কিস্তিতে পণ্যটা দেয়। এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো।’
গরমের চাহিদায় রিটেলার সেন্টার ও ওয়ালটন প্লাজাগুলোয় ক্রেতাদের প্রথম চাহিদা রেফ্রিজারেটর। গ্লাসডোরের আকর্ষণীয় এ ফ্রিজগুলো টেকসই আর নান্দনিক। পাশাপাশি নির্দিষ্ট কিছু মডেলে ১৭ থেকে ১৮ শতাংশ এবং সব রকম ফ্রিজে ১৪ শতাংশ ছাড় পাচ্ছেন গ্রাহকরা।
ফ্রিজ কিনতে আসা একজন বলেন, ‘ওয়ালটন ফ্রিজ অনেক ভালো। অফার রয়েছে এই কারণে ফ্রিজ দেখতে আসছি।’
ঘরের আনন্দ বাড়াতে অনেক গ্রাহকের চোখ ছিল টিভি কর্ণারে। স্বল্পমূল্যে বড় টিভি কেনার সুযোগ হাতছাড়া করেননি তারা। উইনটার হটসেল অফারের সঙ্গে গুগলি অফারেও এনড্রয়েড এবং স্মার্ট টিভি কিনেছেন গ্রাহকরা।
আর ক্রেতা স্বার্থকে প্রাধান্য দিয়ে এসির দামে স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে। ফলে গ্রীষ্মের শুরুতেই কেনাকাটায় ঘরের বয়োজেষ্ঠ্যরা এ পণ্যটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। বিদ্যুৎ সাশ্রয়ী ও বিশ্বমানের ইয়ারকুলার ফিটিং সুবিধাসহ নানা মেয়াদের ওয়ারেন্টি, গ্যারান্টি থাকছে এই পণ্যে। তাই গ্রাহকের ভরসায় ওয়ালটনের এসি রয়েছে।
এসি কিনতে আসা এক গ্রাহক বলেন, ‘ইএমআই সুবিধা থাকায় এসি কিনতে আসছি।’
গেল বছর ওয়ালটনের মিলিয়নিয়ার অফারে ক্রেতাদের আগ্রহ থাকায় চলতি বছরের বিশেষ এই অফারের প্রচারণায় মনোযোগী কোম্পানিটির ডিষ্ট্রিবিউটররা। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে প্রচারণা চালাচ্ছেন তারা। গেলবারের চেয়ে বেশি বেচাকেনার প্রত্যাশা তাদের।
রাজশাহীর বানেশ্বরের শফিকুল এন্টারপ্রাইজের ম্যানেজার মো: মুক্তার হোসেন বলেন, ‘মিলিয়নিয়ার অফার যেটা চলছে তাতে মোটামুটি আমরা ভালো সাড়া পাচ্ছি।’
আর শুধু অফারই নয় প্রতিযোগিতার বাজারে গুণে-মানে নিজস্ব বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখেছে ওয়ালটন। ফলে এ বছর ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন রাজশাহীর সাহেব বাজার ওয়ালটন প্লাজার উপ-পরিচালক দেওয়ান শাহ্ আলম।
তিনি আরও বলেন, ‘ওয়ালটনে ননস্টপ মিলিয়নিয়ার অফারে ১০ লক্ষ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। এই অফার প্রচারণার কারণে অনেক গ্রাহকের সাড়া পাচ্ছি আমরা।’
বিশ্ব বাজারে সুনামের সঙ্গে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে ওয়ালটন। তেমনভাবে দেশের বাজারেও দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। গেল বছর ননস্টপ মিলিয়নিয়ার অফারে ৩০ জন মিলিয়নিয়র হলেও এবারে এ সংখ্যা বাড়বে বলছেন কোম্পানিটির প্রান্তিক পর্যায়ে কর্মরত বিক্রয় বিভাগের কর্মকর্তারা।