চট্টগ্রামে কমছে সবজির দাম, বাড়ছে সরবরাহ

সবজির বাজার
সবজির বাজার | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের বাজারগুলোতে কমতে শুরু করেছে বেশ কিছু নতুন মৌসুমি সবজির দাম, বাড়ছে সরবরাহ। পুরনো বেশ কিছু সবজিরও গত সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। আজ (শুক্রবার, ৩১ অক্টোবর) চট্টগ্রামে বাজার ঘুরে দেখা যায় সবজির দামের এ চিত্র।

নগরের কাজিরদেউড়ি বাজারে বিক্রেতারা জানান, নতুন মৌসুমি সবজির মধ্যে কমেছে ফুলকপি, বাঁধাকপি, সিম ও টমেটোর দাম। ফুলকপি ১০ দিন আগে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও এখন দাম ১০০ থেকে ১২০ টাকা। বাঁধাকপি এক সপ্তাহ আগে ১০০ টাকায় বিক্রি হলেও এখন কেজিতে ৮০ টাকা। সিম আগের ১৪০ টাকার সিম এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন চট্টগ্রামের স্থানীয় টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

আরও পড়ুন:

পুরনো সবজির মধ্যে পটলের দাম আগের সপ্তাহে ৮০ টাকা থাকলেও এখন কেজিতে ৬০ টাকা, ঢেঁড়স আগের মতোই, ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, বরবটির দাম আগে ৮০ থাকলেও এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া কাঁকরোল, ঝিঙে কেজি প্রতি কমেছে ১০ থেকে ২০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়৷

৫০ টাকার মধ্যে সবজি বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ৪০ টাকা, লাউ ৪০ টাকায়।

বিক্রেতাদের দাবি, অধিকাংশ সবজির দাম এখন কমতির দিকে, যদিও মধ্যবিত্ত ক্রেতারা বলছেন দাম কমলেও এখনও অধিকাংশ সবজির দাম তাদের নাগালের বাইরে। যদিও ব্যবসায়ীরা জানান, তাপমাত্রা ও বৃষ্টি কমলে বাজারে নতুন সবজির সরবরাহ বাড়বে, আরও কমে আসবে দাম।

ইএ