ময়মনসিংহে বাজারে কমেছে সবজির দাম

সবজির বাজার
সবজির বাজার | ছবি: এখন টিভি
0

শুক্রবার ছুটির দিন থাকায় সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার মেছুয়া বাজার। সপ্তাহের ব্যবধানে আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম মানভেদে কেজিতে কমেছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। সেই সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলার মতো শীতকালীন সবজির সরবরাহও বেড়েছে।

গত সপ্তাহে শিম ১৮০ টাকা কেজি বিক্রি হলেও আজ কেজিতে ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। এছাড়া কেজিতে ২০ টাকা কমে করলা ৬০-৬৫, ঢ্যাঁড়স ৬০, কাঁচা মরিচ ১৫০, ঝিঙে ৬০, শসা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:

তবে সরবরাহ কমায় বেগুন এখনও ১০০ টাকা কেজি দরেই আছে। এছাড়া টমেটো ১০০, গাজর ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সবজির দাম কিছুটা কমায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা অন্যদিকে বিক্রেতারা বলছেন বৈরী কোনো আবহাওয়া না থাকলে শীতকালীন সবজির দাম আরও কমবে।

সেজু