আশুগঞ্জে ৬০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ২

ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ২
ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার ২ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে এক হাজার ১৬৮ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের সোনারামপুর রাজমনি হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের উজ্জল পাল (৪২) ও পটুয়াখালী ফজলে রাব্বী (২৭)। জব্দকৃত শাড়িগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন:

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানে নামে। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের এক হাজার ১৬৮ পিস কাতান ও বেনারশি শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’

এসএস