ছুটির দিনে সারাদেশেই সবজির বাজার চড়া। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী কাঁচামরিচসহ সব ধরনের সবজির দাম।
সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকায়। পূজার ছুটিতে সরবরাহ কম আর বৃষ্টির কারণে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে। বাজারে সবজির দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টি আর পূজাতে চাহিদা বাড়ায় এখনো কিছু সবজির দাম চড়া।
ক্রেতারা জানান, বাজারে সবজি থেকে শুরু করে সব পণ্যর দামই বেশি। সবজির দাম তাদের নাগালের বাহিরে বলে জানান ক্রেতারা।
এদিকে, কয়েকদিনের অতিবৃষ্টিতে সরবরাহ কমায় বগুড়ায় কাঁচা মরিচসহ সব সবজির দাম অনেকটা বেড়েছে। বাজারে কাঁচা মরিচের কেজি একশো টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৮০ টাকায়।
বিক্রেতারা জানান, বাজারে পণ্যর সরবারহ কম থাকায় পণ্যর দাম কিছুটা বেশি।
আরও পড়ুন:
এছাড়া, আর সরবরাহ কমায় রাজশাহীর বাজারে সিন্ডিকেট করে দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। আর মেহেরপুরে অগ্রিম শীতকালীন সবজি থাকলেও দাম আকাশ ছোঁয়া। গত কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা।
এদিকে, গত শনবিার থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় ইলিশ দামে প্রভাব পড়েছে সিলেট, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন বাজারে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা কেজি দরে। চড়া দাম থাকায় মাছ কিনতে হিমশীম খাচ্ছেন সাধারণ ক্রেতা।
ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছ কেনা অসম্ভব হওয়ায় অন্যান্য চাষের মাছের ওপর নির্ভর করতে হচ্ছে। আর বিক্রেতাদের দাবি, ২২ দিনের বন্ধের কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি।
ক্রেতারা জানান, ইলিশ মাছের দাম তাদের কাছে অনেক বেশি। মাছ কিনতে হিমশীম খেতে হচ্ছে ক্রেতাদের। তবে পূজার ছুটিসহ নানা কারণে ক্রেতা কম থাকায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছ।





