খুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছ

ঊর্ধ্বমুখী মাছের দাম
ঊর্ধ্বমুখী মাছের দাম | ছবি: সংগৃহীত
0

গত কয়েক মাস ধরে খুলনায় বেশ চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সরবরাহ কম থাকার কারণে শুক্রবার কেজি প্রতি প্রায় ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হচ্ছে বাজারে।

বাজারে বড় সাইজের রুই মাছ প্রতি কেজি বিক্রি করা হচ্ছে সাড়ে চারশো থেকে ৫০০ টাকায়। যা এর আগে বিক্রি করা হয়েছে ৪০০ টাকায়। এছাড়াও ট্যাংরা ৮০০, পাবদা ৪০০, কাতলা ৩৫০ ও কোরাল ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন:

এদিকে মৌসুম থাকা সত্ত্বেও কমছে না ইলিশের দাম। কেজি সাইজের ইলিশ বাজারে বিক্রি করা হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়। এছাড়াও জাটকা বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকায়।

ব্যবসায়ীরা বলছেন আগের তুলনায় মাছের সরবরাহ অনেকটাই কমেছে। যার কারণে দাম নিয়ন্ত্রণে আসে না। এদিকে বাজারে এসে দামের কারণে চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারছেন না ক্রেতারা।

ইএ