আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সকাল থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন মোকাম থেকে কলাপাড়ার পাইকারি বাজারে সবজি কিনতে আসেন বিভিন্ন এলাকার ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, ১৫ টাকা কমে প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ টাকা। ১০ টাকা কমে বরবটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অন্যদিকে বেগুনের দাম ২০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও করলা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, ১০ টাকা কমে ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, ৫ টাকা কমে শসা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। ৪০ টাকা কমে প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। সরবরাহ এবং পরিবহন খরচ কমে যাওয়ায় সবজির দাম কমেছে দাবি ব্যবসায়ীদের।




