সরবরাহ বাড়ায় পটুয়াখালীতে কমছে সবজির দাম

পটুয়াখালীর একটি সবজি বাজার | ছবি: সংগৃহীত
0

সরবরাহ বেড়ে যাওয়ায় পটুয়াখালীর বিভিন্ন পাইকারি হাটবাজারে সবজির দাম কমছে। সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজিতে বিভিন্ন সবজির দাম ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে।

আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সকাল থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন মোকাম থেকে কলাপাড়ার পাইকারি বাজারে সবজি কিনতে আসেন বিভিন্ন এলাকার ক্রেতারা।

বাজার ঘুরে দেখা যায়, ১৫ টাকা কমে প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ টাকা। ১০ টাকা কমে বরবটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অন্যদিকে বেগুনের দাম ২০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও করলা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, ১০ টাকা কমে ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, ৫ টাকা কমে শসা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। ৪০ টাকা কমে প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। সরবরাহ এবং পরিবহন খরচ কমে যাওয়ায় সবজির দাম কমেছে দাবি ব্যবসায়ীদের।

এএইচ