সপ্তাহ ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে শিম, বেগুন, গাজরের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা।
ফুলকপি, বাঁধাকপি, লাউয়ের সরবরাহ বাড়ায় প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫-৭০ টাকায়। বিপরীতে গ্রীষ্মের সবজি পটল, কাঁকরোল, মিষ্টিকুমড়ার সরবরাহ কমায় দাম বাড়তি।
চাষের মাছের দাম কমেছে কেজিতে ৫০-১০০ টাকা। রুই, তেলাপিয়া, পাঙাস, চাষের কই বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে। সামুদ্রিক মাছের দামও কমেছে।
তবে ইলিশের সরবরাহ তলানিতে। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের ১৬০০ টাকায় উঠলেও মিলছে কম। তবে অপরিবর্তিত আছে সব ধরনের মাংসের দাম।