কাঁচাবাজার
বাজার
0

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। তবে আলুর সরবরাহ কম করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চাহিদা কমায় চাষের মাছের দাম কমছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও ইলিশের দেখা নেই বাজারে।

সপ্তাহ ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে শিম, বেগুন, গাজরের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা।

ফুলকপি, বাঁধাকপি, লাউয়ের সরবরাহ বাড়ায় প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫-৭০ টাকায়। বিপরীতে গ্রীষ্মের সবজি পটল, কাঁকরোল, মিষ্টিকুমড়ার সরবরাহ কমায় দাম বাড়তি।

চাষের মাছের দাম কমেছে কেজিতে ৫০-১০০ টাকা। রুই, তেলাপিয়া, পাঙাস, চাষের কই বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকা কেজি দরে। সামুদ্রিক মাছের দামও কমেছে।

তবে ইলিশের সরবরাহ তলানিতে। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের ১৬০০ টাকায় উঠলেও মিলছে কম। তবে অপরিবর্তিত আছে সব ধরনের মাংসের দাম।

ইএ