কাঁচাবাজার
বাজার
0

ময়মনসিংহে বেশিরভাগ সবজির দাম বেড়েছে

ময়মনসিংহের বাজারে বেড়েছে বেশির ভাগ সবজির দাম। পাইকারিতে বেগুন, কাঁকরোল, বরবটিসহ বেশকিছু সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায় কিছু সবজির দাম বেড়েছে। শীতকালীন সবজি বাজারে আসা শুরু হলে দাম কমে আসবে বলে জানান তারা।

অন্যদিকে, সরবরাহ বাড়ায় কেজি ২০ থেকে ৩০ টাকা কমেছে সব ধরনের মাছের দাম। তবে, ভরা মৌসুমেও সাগারে দেখা মিলছে না রুপালি ইলিশ। এ কারণে বিক্রি হচ্ছে বাড়তি দরেই।

পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ' টাকা দরে। এছাড়া, নরসিংদীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে কক মুরগির দাম।

ব্রয়লারের দামও কিছুটা বাড়তি। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। জামালপুরে ২০ থেকে ৩০ টাকা কমে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকায়।

এএইচ