কাঁচাবাজার
বাজার
0

বরিশালের পাইকারি বাজারে সবজি ও মাছের দাম বৃদ্ধি

সপ্তাহ ব্যবধানে বরিশালের পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজি ও মাছের দাম। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এমন অবস্থায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে সরবরাহ কমায় বাড়ছে দাম। তবে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে।

বরিশাল নগরীর প্রধান বাজার বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারে স্থানীয় সবজির পাশাপাশি খুলনা, মেহেরপুর, যশোর, পাবনাসহ বিভিন্ন জায়গা থেকে সবজি সরবরাহ হয়। ভোর থেকেই এখানে ভিড় করেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা।

রাস্তার পাশেই রাখা আছে পটল, বেগুন, শসা, বরবটি ও কাঁচামরিচসহ নানা সবজি। সব ঠিকঠাক মনে হলেও সপ্তাহ ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এমন অবস্থায় বাজারে গিয়ে বিপাকে সাধারণ ক্রেতারা।

তারা বলেন, দিন দিন জিনিসের দাম বাড়ছে। কমার কোনো লক্ষণ নাই। ৯০ টাকার ছোলার ডাল এখন ১২০ টাকা। বাজার নিয়ন্ত্রণ বলতে বরিশালে কিছু নাই। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় এক ধরনের সংকট দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের দাবি, গত কয়েক দিনের বৃষ্টিতে কমেছে সবজির সরবরাহ। যার প্রভাব পড়েছে দামে।

এক ব্যবসায়ী বলেন, 'প্রাকৃতিক দুর্যোগে এখন অনেক জায়গায় পানি। যে কারণে সরবরাহ একটু কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।'

একই চিত্র নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারেও। নদীর মাছের সরবরাহ না থাকায় চাহিদা ও দাম দুটোই বেড়েছে চাষের মাছের। সপ্তাহ ব্যবধানে আকার ও প্রকারভেদে কেজিতে বেড়েছে ২০–৫০ টাকা। তাই তো পছন্দের মাছ কিনতে না পারার আক্ষেপ ক্রেতাদের কণ্ঠে।

এক ক্রেতা বলেন, 'আগে দেশি মাছ পাওয়া যেত তাই বিভিন্ন সাগরের মাছের দাম কম ছিল। আর এখন দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ইলিশ মাছ বাজারে নাই বললেই চলে, আর যা পাওয়া যায় সেটারও কিনার সামর্থ্য নাই।'

এদিকে মৌসুম চললেও বাজারে নেই পর্যাপ্ত ইলিশ। যাও মিলছে দাম চড়া। আকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ২৫০০ টাকায়। এমন অবস্থায় কমেছে বিক্রি। ব্যবসায়ীদের দাবি আগে দেড় থেকে ২ কোটি টাকার মাছ বিক্রি হলেও এখন তা নেমেছে লাখের কোটায়।

কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। ৫-১০ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার ১৬৫ টাকা, লেয়ার ৩৬৫, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর।