কাঁচাবাজার
বাজার
0

রাজধানীর বাজারে মাছের কেজিতে বেড়েছে ৫০-১০০ টাকা

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। সবচেয়ে চড়া ইলিশের বাজার। ফলে আমিষের চাহিদা মেটাতে ক্রেতাদের দর কষাকষি করতে হচ্ছে।

ছুটির দিনে রাজধানীর মাছের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। দরদাম করে সাধ্যের মধ্যে মাছ কিনছেন অনেকে। তবে দাম বেশি হওয়ায় বাজেট নিয়ে শঙ্কিত ক্রেতারা।

এক ক্রেতা বলেন, ‘যাদের সীমিত আয়, তাদের মাখা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। বাজার ঘুরে কিছু কিনে বাড়িতে যেয়ে বলতে হবে, বাজারে আজ তেমন মাছ নেই। আর এসব বলা ছাড়াও কোনো উপায় নেই।’

বাজারে দেশি, চাষের কিংবা সামুদ্রিক সব ধরনের মাছের দাম কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। দেশি মাছের মধ্যে শিং ৫০০ থেকে ৫৫০ টাকা, মলা ৬৫০ থেকে ৭০০ টাকা, টেংরা ৬৫০ থেকে ৭০০ টাকা ও কাঁচকি মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছুটা কম থাকা পাঙ্গাস মাছের দামও বেশি।

এদিকে বাজারে ইলিশের দামও বেশ চড়া। আকারভেদে কেজি প্রতি ২২শ’ থেকে ২৪শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিদিনই দাম বাড়ায় ইলিশ কেনার সক্ষমতা কমছে। তাই বাজেট কাটছাঁট করে মাছের চাহিদা পূরণের চেষ্টা করছেন ক্রেতারা।

আরেক ক্রেতা বলেন, ‘বাজারে কোনো মাছই কেনার মতো অবস্থা নেই। সরবরাহ কম অজুহাত দিয়ে মাছের দাম বেশি বলছে। আর শুক্রবার হলেই যেন মাছের দাম এমনিতেই বেড়ে যায়।’

আর বিক্রেতাদের সেই পুরনো অজুহাত, মাছের সরবরাহ কম। মাছ বিক্রেতারা বলেন, দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে ক্রেতার সংখ্যা কম।

দিন দিন অস্বাভাবিক হারে মাছের দাম বাড়ছে। এতে আমিষের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা নিম্নবিত্তসহ সব শ্রেণি-পেশার মানুষের। তাই মাছের দাম নাগালে আনতে সরবরাহ বাড়ানোর পাশাপাশি বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।