রমজানের আগে পেঁয়াজের বাজার বাড়তি

0

রমজানের আগে চার পণ্যে শুল্ক কমালেও ঢাকা ও চট্টগ্রামের বাজারে তার কোন প্রভাব পড়েনি। অনেকটা অপরিবর্তিত আছে ছোলা, চিনি তেল ও চালের দাম।

আর মাত্র মাসখানেক পরই রমজান। তার আগেই বেড়েছে কিছু কিছু পণ্যের দাম। তাই বাজার স্থিতিশীল রাখতে কমানো হয়েছে চাল, তেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক। যেখানে কেজিপ্রতি চালে দাম কমতে পারে ২ থেকে ১০ টাকা। তেলের দামও লিটারে ১০ টাকা পর্যন্ত কমতে পারে। চিনি কেজিতে ২ টাকা আর খেজুরের দাম ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমতে পারে।

এনবিআর-এর প্রজ্ঞাপনের পরদিন রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, আগের দরেই বিক্রি হচ্ছে শুল্ক কমানো সব ধরনের পণ্য।

বিক্রেতারা বলছেন, নতুন পণ্য বাজারে আসতে সময় লাগবে। তারাও দাম কমার আশা করছেন।

একজন বিক্রেতা বলেন, ‘সামনে রমজান, তখন চালের দাম এমনিতেই কমে যাবে। আর রমজান মাসে চাল একবারে কম বিক্রি হয়।’

বিক্রেতারা বলছেন, রোজার আগেই খেজুরসহ কমতি শুল্কে বাজারে ঢুকতে পারে তেল ও চিনি। যার ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। তবে ক্রেতারা বলছেন, শুল্ক সুবিধার পাশাপাশি প্রয়োজন বাজার তদারকি।

রাজধানীর মতো একই অবস্থা বন্দর নগরী চট্টগ্রামে। কমেনি তেল, চিনি ও খেজুরের দাম। বরং ২ টাকা কেজিতে বেড়েছে চাল। পেয়াজের দাম বেড়ে হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা। আর ছোলা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১১০ টাকা।

এদিকে চট্টগ্রামের বাজারে গত সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। তবে ডিমের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগি ও মাছের দাম।

কমানো শুল্কের সাথে সমন্বয় করে পণ্যের দাম নির্ধারণের দাবি জানিয়েছেন ক্রেতারা।

এসএস