দেশে এখন , কাঁচাবাজার
বাজার
0

সবজির দাম কমলেও বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের মূল্য

শুক্রবার (২৬ জানুয়ারি) ছুটির দিনে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে সবজির সরবারাহ। তাই সবজির দাম কিছুটা কমেছে। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম ঊর্দ্ধমুখী।

সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ৎ। ছুটির দিনে দূর-দূরান্ত থেকে সবজি নিয়ে আসেন কৃষক। অন্যান্য দিনের তুলনায় সরবরাহও ভালো। তাই প্রভাব পড়েছে দামেও। সব ধরনের সবজিতে কেজিতে ৫ টাকা কমেছে। সিম ৩৫ থেকে ৪০, আলু ৪০ থেকে ৪৫, ফুলকপি ৩৫ থেকে ৪০, টমেটো ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজে ৫ টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

একজন বিক্রেতা বলেন, 'পেঁয়াজের দাম আজকে একটু বেশি। গতকাল আমরা বিক্রি করেছি ৭৫ টাকা কেজি। আজকে বাজারে ৮০ থেকে ৮৫ টাকা কেজি।'

বরিশালে মাছের বাজার। ছবি: এখন টিভি।

বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজারে কমেছে মাছের সরবরাহ। তাই দামও বেড়েছে মাছের। সব ধরনের মাছে কেজিপ্রতি বাড়তি ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

এদিকে, তীব্র শীত ও ঘন কুয়াশায় নদী-সাগরে মাছ শিকার ব্যাহত হওয়ায় বরগুনায় ইলিশসহ সব ধরনের সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে। এতে ইলিশের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশের দাম গুণতে হচ্ছে ২ হাজার টাকা।

চট্টগ্রামে বেড়েছে গরুর মাংসের দাম। ছবি: এখন টিভি।

চট্টগ্রামে গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। তবে সব ধরনের মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। কিন্তু ডিমের দাম প্রতি ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।

এদিকে, চালের বাজার নিয়ন্ত্রণে খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাগুরায় দাম কমেনি। সপ্তাহ ব্যবধানে ৪ থেকে ১০টাকা বেড়ে মোটা ও চিকন চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৭৪ টাকায়।

এসএস