কাঁচাবাজার
বাজার
0

ছুটির দিনে বাজারে ভিড়, দামে নেই স্বস্তি

অভিজিৎ শান্ত

সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ভিড় থাকলেও নিত্যপণ্যের দামে স্বস্তি নেই। পাইকারিতে সবজির দাম কিছুটা কমলে খুচরা বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে।

ময়মনসিংহের মেছুয়া বাজারে তীব্র শীত উপেক্ষা করে আশপাশের চর থেকে চাষির উৎপাদিত সবজি নিয়ে আসেন। তবে শীতে সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় খুব একটা দাম পাচ্ছেন না চাষিরা। বাজারে চড়া দামে সবজি বিক্রি হলেও লাভের গুড় খেয়ে ফেলছে মধ্যস্বত্বভোগীরা।

চাষিরা বলেন, পালংশাক-লাউয়ের ডুগা কুয়াশায় নষ্ট হইয়া গেসে। বাজারে মাল কম দেইখা দামও বেশি।  

সাপ্তাহিক ছুটির দিনে পাইকারি বাজারে সব ধরনের সবজিতে দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। তবে পাইকারিতে দাম কমার সুফল ভোক্তারা পাচ্ছেন না। কৌশলে খুচরা বিক্রেতারা বেশি দাম নিচ্ছেন। পাইকারি ও খুচরা বাজারে সবজিতে দামের পার্থক্য ২০ থেকে ৩০ টাকা।

বিক্রেতারা বলেন, '৫০০-৬০০ টাকা ভাড়া, ৩০০ টাকার পলিথিন আছে আবার লেবার ভাড়া লাগে ২০ টাকা। আমাদের জায়গার দৈনিক বিট ভাড়া ৭০০ টাকা। কেজিতে ৫-১০ টাকা লাভ না করলে ক্যামনে চলবাম।'

বাজারে মসলা জাতীয় পণ্যের দামও চড়া। দেশি পেঁয়াজ ৬৫ টাকা, আদা ১৯০ টাকা, রসুন ২৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজারেও সুখবর নেই। চাঁদপুরে সরবরাহ কমের অজুহাতে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ' থেকে ২৬শ' টাকায়। সেই সঙ্গে রুই, কাতল, শিং, তেলাপিয়াসহ অন্যান্য মিঠাপানির মাছেও কেজিপ্রতি ২০-৫০ টাকা বেড়েছে।

মাছ বিক্রেতারা বলেন, 'ইলিশ মাছ এক কেজির দাম সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি করতেছি। নদীর মাছ নাই তাই পুকুরের মাছ বেশি দিয়া কিনতে হয়। এই জন্য বেশি দামে বেচতে হয়।'

ক্রেতারা বলেন, 'বর্তমানে যে পরিস্থিতি মানুষের মাছ খাওয়া দূরের কথা, চলাই কষ্ট হয়ে যাচ্ছে। যাদের টাকা আছে তারাই খাইতে পারে না, আর যাদের নাই তারা কি করবে।'

এদিকে আমনের ভরা মৌসুমেও নওগাঁয় সব ধরনের চাল আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মিল মালিকদের দাবি, বাজারে ধানের সরবরাহ কমায় বাজারে প্রভাব পড়েছে।

তবে জেলা প্রশাসন বসে নেই। ধান-চাল মজুতের অভিযোগে গত দুই দিনে জেলায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর