অর্থাৎ এ দিন এক ধাক্কায় প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ পর্যন্ত।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্য নতুন করে শুরু হওয়া বাণিজ্য উত্তেজনা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধির কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম।
আরও পড়ুন:
চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫৬ শতাংশ পর্যন্ত। গেলো সপ্তাহেই প্রথমবারের মতো ৪ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে স্বর্ণের দাম।
বাজার বিশ্লেষকদের আশঙ্কা, স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী ধারা ভবিষ্যতে আরও চমক দেখাতে পারে। ২০২৬ সালের শেষ দিকে মূল্যবান এ ধাতুর দাম আউন্স প্রতি ৫ হাজার ডলার ছাড়াতে পারে— এমন পূর্বাভাস দিচ্ছেন তারা।





