অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ৩ জন

জোয়েল মকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট
জোয়েল মকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট | ছবি: এখন টিভি
0

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জোয়েল মকিয়র, ফ্রান্সের ফিলিপ আগিয়োঁ ও কানাডার পিটার হাউইট।

আজ (সোমবার, ১৩ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

আরও পড়ুন:

নোবেল কমিটি জানায়, ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের জন্য মকিয়র’ পুরস্কারের অর্ধেক পেয়েছেন। বাকি অর্ধেক ‘সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের’ জন্য আগিয়োঁ ও হুইট যৌথভাবে পেয়েছেন।—বাসস

এসএস