ময়মনসিংহে ৫০–৬০ টাকার নিচে মিলছে না সবজি; চড়া দামে বিপাকে ক্রেতারা

1

৫০ থেকে ৬০ টাকার নিচে কোনো সবজি মিলছে না ময়মনসিংহের বাজারে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) ছুটির দিনে সকালে তুলনামূলক ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার ভিড়ে সরগরম হয়ে ওঠে নগরীর মেছুয়া বাজার। সপ্তাহের বাজার করতে আসা সাধারণ মানুষের ভিড় বাড়লেও, সবজির চড়া দামে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের মৃদু শৈত্যপ্রবাহে অনেক ক্ষেতেই সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দু’একটি সবজির দাম সামান্য কমলেও অধিকাংশের দাম এখনো ঊর্ধ্বমুখী।

খুচরা বাজারে আজ বেগুন বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬০ টাকা, করলা ৬৫, শিম ৫০, টমেটো ৬০, শসা ৬০, মটরশুঁটি ১২০, গাজর ৫০ টাকা কেজি। এছাড়া ফুলকপি-বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ১০ টাকা বেড়ে কাঁচামরিচের দাম দাঁড়িয়েছে ১২০ টাকা।

চড়া দামে সবজি কিনতে এসে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, আগের তুলনায় এখন সবজির সরবরাহ কিছুটা বেড়েছে। কুয়াশার পরিমাণ কমলে এবং আবহাওয়া স্বাভাবিক হলে আগামী এক সপ্তাহের মধ্যে সবজির দাম কিছুটা কমতে পারে।

জেআর