বাজারে শীতের সবজি সিম, বরবটি, টমেটোসহ কিছু সবজি আসলেও দাম চড়া। সিম পাইকারিতে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায় যা খুচরাতে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, বরবটি ১০০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, কাকরুল ৭০ টাকা পেঁপে ৪০ টাকা, কাঁচা মরিচ কেজি ২০০ টাকা।
আগে কাঁচা মরিচ ছিল ১২০-১৪০ টাকা। এছাড়াও অন্যান্য সবজি ৭০ থেকে ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
এদিকে বেড়েছে নদ-নদী, হাওর-বাওরসহ সকল দেশিয় প্রজাতির মাছের দাম। কেজিতে বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। বেড়েছে চাষের মাছের দামও। প্রকারভেদে ২০ থেকে ৭০ টাকা কেজিতে বেড়েছে।
আরও পড়ুন:
বেড়েছে পোল্ট্রি মোরগের দাম। কেজিতে ২০ থেকে ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি বিক্রি হলেও এখন ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে সোনালী ও কক মোরগের দামও।
সাধারণ ক্রেতারা বলছেন, সকল প্রকার জিনিষের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার তদারকি নিয়মিত না থাকায় এমন ঘটনা ঘটছে বলে জানান তারা।
এদিকে ব্যবসায়ীরা বলছেন বাজারে সবজি ও মাছের সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। রাস্তায় যানজটের কারণে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। তাছাড়া বেড়েছে গাড়ি ভাড়া ও মাছের খাদ্যের দাম। এদিকে এ বছর হাওর-বিলে ও নদীতে পর্যাপ্ত পানি না হওয়াতে দেশিয় মাছ বাজারে পাওয়া যায় না, তাই দাম বৃদ্ধি পেয়েছে।





