সিলেটে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি

সবজির বাজার
সবজির বাজার | ছবি: সংগৃহীত
0

সিলেটে সপ্তাহ ব্যবধানে প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে টমেটো। পাইকারি বাজারে গত সপ্তাহে ১০০ টাকায় টমেটো পাওয়া গেলেও সপ্তাহ ব্যবধানে ১০ টাকা বেড়ে তা ১১০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এবং খুচরা বাজারে তা বেড়ে গিয়ে ১৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সিলেটের পাইকারি ও খুচরা বাজার সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া যায়।

একইভাবে দাম বেড়েছে করলার ও। সিলেটের পাইকারি বাজারে করলা ৯০ টাকায় বিক্রি করা হলেও খুচরা বাজারে করলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। এদিকে কাকরুলের দাম কেজি ১৫ টাকা বেড়ে কাকরুল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। মুলা খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। দাম বেড়েছে কাঁচামরিচের ও। সপ্তাহ ব্যবধানে ২০ টাকা বেড়ে খুচরা বাজারে কাঁচামরিচ ২২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

এদিকে ঝিঙ্গা কেজিতে ২০ টাকা বেড়ে খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই ভাবে দাম বেড়েছে চিচিঙ্গা, বরবটি, পটল সহ অন্যান্য সবজির।

আরও পড়ুন:

শাক আটি প্রতি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আলু ও পেঁপে রয়েছে মোটামুটি ক্রেতাদের নাগালের মধ্যে। আলু পাইকারি বাজারে ২২ থেকে ২৪ টাকায় পাওয়া গেলেও খুচরা বাজারে তা ২৮ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপে পাইকারি বাজারে ৩০ টাকা কেজিতে বিক্রি হলেও খুচরা বাজারে তা ৪০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে, বিক্রেতারা বলছেন উৎপাদন কম হওয়ায় আমদানিও কম হচ্ছে আর সেজন্যই চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব পদের সবজি।

এদিকে বিক্রেতারা বলছেন, লাগামহীন ভাবে দাম বাড়ায় সবজি কেনা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। এমন বাস্তবতায় বাজার মনিটরিং এর দাবি জানান ক্রেতারা। তারা বলছেন সবজি বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম আছে কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে জরুরি ভাবে ভূমিকা নিতে হবে।

ইএ