রমজানে জমজমাট বগুড়ার প্রসাধনী বাজার

বাজার
0

রমজানের শুরু থেকেই বেচাকেনা বেড়েছে বগুড়ার প্রসাধনী সামগ্রীর বাজারে। তবে ঈদ ঘিরে বছরের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছে পোশাক ও কসমেটিকস বিক্রেতারা। তারা বলছেন, ঈদের আগ পর্যন্ত প্রতিদিন বাড়বে বেচাকেনা। এ বছর প্রসাধনীর প্রতিযোগিতার বাজারে গুণেমানে এগিয়ে আছে দেশীয় প্রসাধনী।

ঈদ শুধু নতুন পোশাক নয়, দুই হাত মেহেদিতে রাঙিয়ে নিতে বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। মেহেদি, লিপস্টিক, ফেইস পাউডার, নেলপলিশ, কাজল, আইলাইনারসহ বিভিন্ন ধরনের প্রসাধনী কেনাকাটায় ব্যস্ত সময় পার করেন তরুণীরা।

বিদেশি প্রসাধনীর নানান বিরূপ প্রতিক্রিয়ার কারণে দেশের আবহাওয়ায় সেসব ব্যবহারে আগ্রহ হারাচ্ছে ক্রেতারা। তাছাড়া বাড়তি দামের তুলনায় দেশীয় প্রসাধনী পণ্য কম দামে, গুণে ও মানে ভালো বলছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন বছর পাঁচেক আগের চেয়ে বাজারে দেশী প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েকগুণ। ক্রেতারাই খুঁজে নিচ্ছেন বিদেশি প্রসাধনীর বিকল্প দেশীয় পণ্য। এভাবে দেশীয় প্রসাধনীর উৎপাদনের মান ধরে রাখলে প্রতিযোগিতায় সবসময় এগিয়েই থাকবে দেশীয় প্রসাধনী

এবারে ঈদ শুধু মাত্র কসমেটিকস ঘিরে বাণিজ্য হবে কয়েক কোটি টাকার।

ইএ