রমজানে জমজমাট বগুড়ার প্রসাধনী বাজার
রমজানের শুরু থেকেই বেচাকেনা বেড়েছে বগুড়ার প্রসাধনী সামগ্রীর বাজারে। তবে ঈদ ঘিরে বছরের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছে পোশাক ও কসমেটিকস বিক্রেতারা। তারা বলছেন, ঈদের আগ পর্যন্ত প্রতিদিন বাড়বে বেচাকেনা। এ বছর প্রসাধনীর প্রতিযোগিতার বাজারে গুণেমানে এগিয়ে আছে দেশীয় প্রসাধনী।