বাজার
ক্রেতার পছন্দের শীর্ষে দেশিয় ব্র্যান্ড ওয়ালটন
ঈদ ঘিরে জমজমাট গৃহস্থালির ইলেকট্রনিক্স পণ্যের বাজার। ক্রেতাদের পছন্দের শীর্ষে দেশিয় ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে বিভিন্ন পণ্যের নতুন মডেল।

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। তাই এ নিয়ে চট্টগ্রাম নগরবাসীর কেনাকাটার ধুম পড়েছে। জামা-জুতা, ঘর-সজ্জার নানা সামগ্রীর সাথে তালিকায় রয়েছে নানা রকম ইলেকট্রনিক্স পণ্য।

নগরের ইপিজেড মোড়ের ওয়ালটন শো রুমে সেই চিত্রই দেখা যায়। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার পদচারণায় মুখর এই শোরুম। বিশেষ করে ইফতারের পর ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রয় প্রতিনিধিরা।

বিক্রেতারা বলেন, টিভি এবং ডিপ ফ্রিজ বেশি বিক্রি হচ্ছে। ক্রেতাদের বেশ ভালো সাড়া পাচ্ছি।

ঈদ ঘিরে ক্রেতারা অর্ডার দিচ্ছেন নতুন টিভি, ল্যাপটপ বা মোবাইল ফোন। তার সঙ্গে দিন দিন গরম বাড়ায় বিশেষ চাহিদা তৈরি হয়েছে ফ্রিজ, এসি ও ফ্যানের। এক্ষেত্রে ক্রেতারা মাথায় রাখছেন পণ্যের বিক্রয়োত্তর সেবা আর বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি। আর তাই চাহিদার শীর্ষে রয়েছে ইনভার্টার প্রযুক্তি।

ক্রেতারা বলেন, কম টাকায় ভালো মানের পণ্য দিচ্ছে। তাই ঘরের জন্য কিছু পণ্য কিনতে এসেছি।

চাহিদা থাকায় ওয়ালটন বাজারে ছেড়েছে বিভিন্ন পণ্যের নিত্যনতুন মডেল। উৎসবকে আরও রাঙ্গিয়ে তুলতে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের মিলিয়নিয়ার অফার। সেই সঙ্গে রয়েছে হট সেল অফারও, যেখানে পাওয়া যাচ্ছে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। এ ছাড়াও মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট। পণ্যভেদে আছে ছাড়, ক্যাশ ব্যাক, ওয়ারেন্টি ও রিপ্লেসমেন্ট গ্যারান্টিও।

ওয়ালটন প্লাজার সহকারী পরিচালক মো. আকতার উজ্জামান বলেন, 'আমাদের নিয়মিত মিলিয়নিয়ার অফার চলছে। প্রতিদিন যেকোন একজন এই অফার পেতে পারে। এতে আমাদের বিক্রিও অনেক বেড়ে গেছে।'

দেশের বাজারে টেলিভিশন, ফ্রিজ ও এসির জন্য সুনাম অর্জন করেছে ওয়ালটন। এমনকি ইউরোপের ১৪টিরও বেশি দেশে 'মেইড ইন বাংলাদেশ' খ্যাত ওয়ালটন পণ্যের রপ্তানি হচ্ছে। এতে যেমনি আসছে বৈদেশিক মুদ্রা তেমনি বাড়ছে দেশের সুনামও।

এভিএস