বাজার
0

ঈদে বেড়েছে প্রসাধনীর চাহিদা

বর্তমানে পোশাকের সাথে প্রসাধনী অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে। ঈদসহ যে কোনো উৎসবে রূপচর্চার পাশাপাশি হাতে নতুন ডিজাইনের মেহেদি আলপনা আঁকার ব্যস্ততা থাকে নারীদের। তাই ঈদ ঘিরে রংপুরের প্রসাধনীর দোকানে ক্রমাগত বাড়ছে ভিড়। বিদেশি ব্র্যান্ডের কসমেটিকস এর পাশাপাশি ক্রেতাদের আগ্রহ বাড়ছে দেশীয় রূপসজ্জার সামগ্রীতে।

শপিংমলগুলোর কৃত্রিম আলোর বাহারি সাজই বলে দেয় নগরে নেমেছে ঈদের আবহ। নারীর ঈদ পূর্ণতা পায় মেহেদি রাঙা হাত, নতুন পোশাক ও বাহারি সাজে। তাইতো ঈদ কিংবা যে কোনো উৎসবে পোশাকের সঙ্গে ভিড় বাড়ে প্রসাধনীর দোকানেও। রংপুরের চিত্রও ব্যতিক্রম নয়।

ক্রেতারা বলেন, 'মেহেদি নিতে আসছি দোকানে। মমতাজ মেহেদি প্রতি ঈদে ব্যবহার করা হয় এইবারও এইটায় নিলাম।'

আরেকজন বলেন, 'দেশীয় পণ্য ব্যবহার করি আমি। দেশীয় পণ্য হিসেবে মমতাজ মেহেদি ভালো আমার কাছে মনে হয়। হাতে দিলে এর রং ভালো হয়।'

রোজা বাড়ার সঙ্গে সঙ্গে রংপুরে চাহিদা বাড়ছে রুপসজ্জার নানা অনুসঙ্গের। সম্প্রতি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের ভিড়ে আবেদন বেড়েছে দেশীয় ব্র্যান্ডের। গুণগত মান ভালো হওয়ায় পার্লার কিংবা ব্যক্তিগত ব্যবহারেও ক্রেতাদের আস্থার বড় স্থান দখল করে আছে দেশীয় কসমেটিকস আইটেম সামগ্রী।

বিক্রেতারা বলেন, 'গতবারের থেকে এবার বিক্রি অনেক বেশি। রোজার শেষের দিকে আরও বেশি বিক্রি হবে। ক্রেতাদের চাহিদা  অনেক বেশি দেশি কসমেটিক্সে।'

যুগের চাহিদা বিবেচনায় রেখে নিত্যনতুন পণ্য আনছে রুপচর্চা পণ্য প্রস্তুতকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো। যা বাজারে ফেলছে তুমুল সাড়া।

ইএ