এক টাকায় পূজার বাজারে নারী পুরুষদের জন্য ছিল শাড়ি, পাঞ্জাবি ও ধুতি। আর বিনামূল্যে শিশুদের জন্য ছিল স্কুল ূ ূড্রেস, শিক্ষা সামগ্রীসহ নানা উপকরণ।
এক টাকায় বাজার করতে পেরে খুশি ওঁরাও সম্প্রদায়ের জনগোষ্ঠী ও তাদের সন্তানেরা। এক টাকায় পূজার বাজার করতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।
আরও পড়ুন:
আয়োজকরা জানান, ওঁরাও সমাজ আজ অনেকটা অবহেলিত জনগোষ্ঠী। পূজা-পার্বণে নতুন কাপড় কেনার সামর্থ্য তাদের থাকে না। তাই তাদের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। সমাজের বিত্তবানদের তাদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।





